শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ৩০ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ১

জেলা প্রতিনিধিঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার বৈদেশিক মুদ্রার চালানসহ পাচার চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের পর বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তির নাম আবদুল কাদের রিয়াদ। কাস্টমস কর্মকর্তারা বলেন, তল্লাশি করে তার লাগেজ থেকে ১ কোটি ৩০ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।