Type to search

সারাদেশ

লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধ স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু সিদ্দিক মিয়া ও তার স্ত্রী আতারণ ন্নেছাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শাকচরের ছোয়া মিঝি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ভুট্টুু চৌধুরী ও নিহতের ভাতিজা কামাল জমি রেজিস্ট্রি বিষয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য ওই বাড়িতে আসেন। দরজার বাইরে তালা দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করেন তারা। এসময় ভেতর থেকে মারাত্মক দুর্গন্ধ ছড়ায়। পরে প্রতিবেশীরা জড়ো হয় এবং পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে প্রবেশ করে এবং নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, মরদেহ ২টি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এবিসিবি/এমআই

Translate »