Type to search

সারাদেশ

রাজধানীর ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবনধসে ৩ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনধসে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছেন। তারা হলেন– ইনসান (২২) ও শফিকুল ইসলাম (২২)। ২ জনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া।

তিনি জানান, ধানমণ্ডির ৩২ নম্বরে আহসানিয়া মিশনের পেছনে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকরা কাজ করার সময় ধসে পড়ে ব্যালকনি। এতে ৩ শ্রমিক পড়ে যান। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। বাকি ২ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

Translate »