ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৬ যাত্রীর মৃত্যু
জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারের চালকসহ ৬ যাত্রীর মৃত্যু হয়েছেন। আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা ডিগ্রি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল নোমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত্যুদের মধ্যে ৩ জন পুরুষ, ২ নারী ও ১ শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী প্রাইভেটকারটি ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এর ফলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও ৫ যাত্রীর মৃত্যু হয়।