Type to search

সারাদেশ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়ক, মানিকগঞ্জ সদরে এবং দৌলতপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার দুপুর ও বিকালে এই দুর্ঘটনা ৩টি ঘটে। সদর থানা ও দৌলতপুর থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের মৃত আরফান ইসলামের ছেলে মমিনুল ইসলাম ইমন (১৭), একই উপজেলার রসূলপুরের মৃত সংকর হালদারের ছেলে অনিল হালদার (৩৪) এবং সিংগাইর উপজেলার চারিগ্রামের দাশেরহাটি গ্রামের শামসুজ্জামানের ছেলে ওয়ালিদ হাসান (১৪)।

পুলিশ জানান, বিকালে ঢাকা-আরিচা মহাসড়ের সদর উপজেলার মূলজান এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অনিল হালদার (৩৪) নামের ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

অপরদিকে সদরের পুটাইল ইউনিয়নের বাঙ্গালা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ওয়ালিদ হাসান (১৪) বছরের ১ শিশু নিহত হয়েছে।

এছাড়া দুপুরে দৌলতপুরে চক মিরপুর ইউনিয়নের মুলকান্দি সেতু এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলাম ইমন (১৭)।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৌলতপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, মৃত্যুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »