Type to search

সারাদেশ

মাদারীপুরের মধ্যচকে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের সদর উপজেলার মধ্যচক এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (২২) ও ইসমাইল হোসেন (২৭) ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মাদারীপুর সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুর রহমান মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং ইসমাইল হোসেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার উত্তর চরকুমাড়িয়ার দীদারুল হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কে শরীয়তপুর থেকে নিউজ পালং ট্রান্সপোর্ট একটি কভার্টভ্যান দ্রুতগতিতে মাদারীপুরের উদ্দেশ্যে আসছিল। এই সময় পিছন দিক থেকে একটি মটরসাইকেল দ্রুতগতিতে আসছিল। ঘটনাস্থল খোয়াজপুরের মধ্যচক এলাকায় পৌঁছলে কভার্টভ্যানটি হঠাৎ ব্রেক চাপলে মোটরসাইকেলটির সঙ্গে থাক্কা লাগে। ঘটনাস্থলেই মোটরসাইকেলর চালক ইসমাইল হোসেন ও হাফেজ আব্দুর রহমানের মৃত্যু হয়। এলাকাবাসী ঘাতক কভার্টভ্যানটি আটকে রেখে পুলিশে খবর দেয়। এ সময় পালিয়ে যায় চালক।

সদর মডেল থানার এএসআই দীপংকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোয়াজপুরের মধ্যচক থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অপর আহত ব্যক্তিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Translate »