বিমানের টয়লেটে মিললো ৩ কোটি ২৪ লক্ষ টাকার সোনার বার

জেলা প্রতিনিধিঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের (ফ্লাইট নং বিজি ১২৮) টয়লেট থেকে বিশেষভাবে লুকায়িত, পরিত্যক্ত অবস্থায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ৪০টি সোনার বার উদ্ধার করেছে। যার বাজার দাম আনুমানিক তিন কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটে চার কেজি ৬৪০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্মমহাপরিচালক আরেফিন খান জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আসা বাংলাদেশ বিমান (আকাশবীণা) অবৈধভাবে সোনা বহন করছে। এমন গোপন খবর আসে অধিদফতরের মহাপরিচালকের কাছে। এরই পরিপ্রেক্ষিতে উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়।
পরবর্তীতে কাস্টমস গোয়েন্দা টিম প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে বিমানের ভেতরে গিয়ে টয়লেটের ভেতর থেকে বিশেষভাবে সুকৌশলে লুকানো সোনার বার উদ্ধার করে ৪০টি।
এবিসিবি/এমআই