বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে ১০০ অক্সিজেন সিলিন্ডার চুরির অভিযোগ
জেলা প্রতিনিধিঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে ১শ’ অক্সিজেন সিলিন্ডার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে চুরির বিষয়টি নজরে পড়লে এ নিয়ে তোলপারের সৃষ্টি হয়।
হাসপাতালের পরিচালক ডা: সাইফুল ইসলাম বলেন, ১শ’ অক্সিজেন সিলিন্ডার চুরির বিষয়টি নজরে আসলে সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: এসএম মনিরুজ্জামানকে প্রধান করে ঐ তদন্ত কমিটিকে আজ রবিবারের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিতে হাসপাতালের নার্সিং সুপারিনটেন্ট সেলিনা আক্তার, ৩য় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্রধানকে এ কাজে সহযোগিতার কথা বলা হয়েছে। চুরির বিষয়টি নিশ্চিত হলেই এ অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিচালক আরও বলেন, ২/১টি সিলিন্ডার রোগীর স্বজনরা ভুল করে নিয়ে যেতে পারেন। কিন্তু ১শ’ অক্সিজেন সিলিন্ডার না পাওয়ার কোনো কারণ নেই।