Type to search

সারাদেশ

ফেনীর দাগনভূঁঞা পৌর নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ ১, আহত ৪

পৌর নির্বাচন-এবিসিবি নিউজ-abcb news

জেলা প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঁঞা পৌরসভা নির্বাচনে বোমা বিস্ফোরণ ও সহিংসতায় এক জন গুলিবিদ্ধ ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) সকালে ভোটগ্রহণের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহীন হোসেন (২০) নামে গুলিবিদ্ধ এক যুবককে ফেনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, পৌরসভার ৮ নং ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন রুবেলের ছয়জন এজেন্টকে গনিপুর কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এসময় বিদ্রোহী প্রার্থী জিয়াউলের সমর্থকরা সহিংসতার ঘটনা ঘটায়। একটি ককটেল বিস্ফোরণ করে তারা ভোটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং গুলিবর্ষণ করে।

হামলায় শাহীন হোসেন নামে একজন গুলিবিদ্ধ ও চার জন আহত হয়েছেন বলে কাউন্সিলর প্রার্থী রুবেল জানান।

দাগনভূঁঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Translate »