প্রধানমন্ত্রীর মোবাইলে মেসেজ করে ঘর পেলেন মামুন

কক্সবাজার টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের কেরানতলীর মামুনের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উন্নতমানের ঘর দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৯টায় হোয়াইক্যং ইউনিয়নের কেরানতলী এলাকার বাসিন্দা অসহায় ও দিনমজুর রমজান আলীর পরিবারকে মুজিব বর্ষের খাসজমি বন্দোবস্ত ও উন্নতমানের ঘর প্রদান করেছেন।
মামুনের পরিবারকে নিয়ে ওই ঘরের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ভূমি অফিসার আবুল মন্জুর প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, মামুন প্রধানমন্ত্রীর মোবাইলে গৃহহীন ও অসহায়ত্ব প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে মোবাইল মেসেজের মাধ্যমে একটি ঘরের জন্য আবেদন করেছিলেন।
মামুনের মেসেজ দেখে প্রধানমন্ত্রী আমাকে আদেশ দেন, মামুনের পরিবারকে একটি ঘর প্রদান করে তাদের মুখে হাসি ফোটাতে। তারই পরিপ্রেক্ষিতে আমরা মামুনের পরিবারকে উন্নতমানের ঘর প্রদান করি।
ঘরটি পেয়ে মামুন ও তার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন বলে জানিয়েছেন।