Type to search

সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘন কুয়াশায় চরম দুর্ভোগ যাত্রীরা

জেলা প্রতিনিধিঃ ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোমবার (১৮ জানুয়ারি)  দিবাগত রাত ৩টা থেকে ফেরি ও লঞ্চসহ সব রকমের নৌযান চলাচল বন্ধ রয়েছে। নদী পারের অপেক্ষায় ২ পাড়ে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। ফলে শীত ও কুয়াশায় আটকে থাকা পরিবহনের যাত্রী, চালক ও শ্রমিকরা সীমাহীন দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, গতকাল সোমবার মধ্যরাত থেকেই নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে এলে দুর্ঘটনা এড়াতে রাত ৩ টা থেকে সকল ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

এ সময় কয়েকটি ফেরি আটকা পড়ে মাঝ নদীতে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে তিনি জানান।

Translate »