পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবিতে পুলিশ ও ব্যাংকারসহ নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার
জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্পিডবোট ডুবিতে নিখোঁজ ৫ জনের লাশই উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে আগুনমুখা নদী থেকে তাদের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা।
মৃতরা হলেন, কৃষি ব্যাংক রাঙ্গাবালী শাখার পরিদর্শক হিসেবে কর্মরত পটুয়াখালী থানার আউলিয়াপুর এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫), রাঙ্গাবালী থানার কনস্টেবল হিসেবে কর্মরত বাকেরগঞ্জ থানার জিরাইল গ্রামের মৃত রহমানের ছেলে মহিবুল হক (৪৫), এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার বাউফলের কাশিপুরের লক্ষ্মীপাশা গ্রামের সাজাহান সিকদারের ছেলে কবির হোসেন (৩০), রাঙ্গাবালীতে সড়ক নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত পটুয়াখালীর ময়দান মাদ্রাসা এলাকার রহিম হাওলাদারের ছেলে হাসান (৩৫) ও একই কাজে কর্মরত বাউফল থানার জয়গোড়া এলাকার মৃত আলম হাওলাদারের ছেলে ইমরান (৩৪)।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নিবার্হী কর্মকর্তা মাশফাকুর রহমান ও রাঙ্গাবালী থানার ওসি আলী আহমেদ জানান, মৃত্যু বৃক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। সুরতহাল করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার কোড়ালিয়া-পানপট্টি নৌরুটে স্পিডবোট ডুবির এ ঘটনা ঘটে।