Type to search

সারাদেশ

পঞ্চগড়ে ঘুষের টাকা ফেরত চেয়ে লাশ বাসায় রেখে চাকরিপ্রার্থীর অনশন

জেলা প্রতিনিধিঃ চাকরির জন্য ঘুষের দেওয়া টাকা ফেরতসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে পঞ্চগড় জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের প্রধানপাড়া দারুল ফালাহ দাখিল মাদরাসার সাবেক সভাপতি জুলফিকার আলীর বাসায় লাশ রেখে অনশন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই অনশন। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুষের টাকা দিয়ে ছেলে জাকিরুল ইসলামের চাকরি না হওয়ায় এবং ঘুষের টাকা উঠাতে না পারায় দবিরুল ইসলাম প্রধান (৫৫) হৃদরোগে শনাক্ত হয়ে বৃহস্পতিবার মারা যান। সংবাদ পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ঘটনাস্থলে যান।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা শেষে রাত সাড়ে ৩টায় দবিরুলের পরিবারসহ স্থানীয়রা লাশ বাসায় নিয়ে যান। আজ শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টায় দবিরুল ইসলামের লাশ প্রধানপাড়া গোরস্থানে দাফন করা হয়।

এবিসিবি/এমআই

Translate »