নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

জেলা প্রতিনিধিঃ নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বড় কুমিরা এলাকায় রাস্তার পাশে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় সাংবাদিক গোলাম সরোয়ারের গায়ে সেন্ডো গেঞ্জি ও পরনে ছিল শুধু আন্ডারওয়্যার। স্থানীয় লোকজন উদ্ধার করে একটি ডেকোরেটরে তাকে নিয়ে যান। সেখানে দোকানের ফ্লোরে তাকে অচেতন অবস্থায় শুইয়ে রাখা হয়। সেখানে জড়ো হন। হাজির হন পুলিশ, গণমাধ্যমকর্মীসহ আরো অনেকে। একপর্যায়ে সরোয়ারকে স্থানীয় হাসপাতালে নেয়ার জন্য চেষ্টা করছিল স্থানীয়রা। এ সময় গোলাম সরোয়ার সবার পা জড়িয়ে ধরার চেষ্টা করে শুধু বলতে থাকেন, ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করব না।’
এ সময় লোকজন তাকে আশ্বস্ত করে বলেন, তাকে বাঁচাতে সহায়তা করছে তারা।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, কুমিরায় একটা লেকের পাশে উনাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি থানাকে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। খবর পেয়ে থানা পুলিশ স্থল থেকে নিয়ে আসে। বর্তমানে গোলাম সরোয়ার অসুস্থ আছেন। তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। তার জ্ঞান ফেরার পর কথা বলে বিস্তারিত জানতে পারবেন বলে তিনি জানান।
৭ নং কুমিরা ইউনিয়নের ইউপি সদস্য আলাউদ্দিন বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিকে অ্যাম্বুলেন্স থেকে তাকে খাল পাড়ে ফেলে দিতে দেখে স্থানীয় কয়েকজন ব্যক্তি উদ্ধার করে রাস্তার পাশে নূরুল আলমের ডেকোরেশনে রাখেন। তখন কিছুটা কথা বলতে পারছিলেন তিনি।
সাংবাদিক গোলাম সারোয়ার সাপ্তাহিক আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন সারোয়ার। কোন খোঁজ না মেলায় ওই দিন কোতোয়ালি থানায় সাপ্তাহিকটির চট্টগ্রাম ব্যুরো প্রধান জোবায়ের সিদ্দিকী একটি সাধারণ ডায়রি করেন।