Type to search

অপরাধ সারাদেশ

নারায়ণগঞ্জ চাঁদাবাজি মামলায় যুবমহিলালীগ নেত্রী আটক

জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার বহু অপকর্মের হোতা চাঁদাবাজি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি যুব মহিলালীগ নেত্রী সুমি বেগম (৪৫) ও তার স্বামী জাহাঙ্গীর মাতবর (৫৫)-কে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) সকালে তাদের নিজ বাসা থেকে আটক করে। আটক জাহাঙ্গীর শিমরাইল ডেনিসেরমোড় গ্রামের মৃত রফিক মাতবরের ছেলে। আর নেত্রী সুমি বেগম জাহাঙ্গীর আলমের স্ত্রী।

জানা যায়, গত ২০২০ সালে জাহাঙ্গীর মাতবর ওরফে বোমা জাহাঙ্গীর ও সুমী বেগম ওরফে সমিত্রা দেবীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদলতে দুই লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন চম্পা ভূঁইয়া নামে ১ নারী। সে মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকে পলাতক ছিল তারা।

অভিযোগ রয়েছে, সুমি বেগম ও তার স্বামী শিমরাইল এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। নিজ বাসায় গানের আসরের আড়ালে মাদক সেবনের জলসা ও দেহব্যবসা চালাত তারা। গত বছরে সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদক বিরোধী বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছিল যুব মহিলালীগ নেত্রী সুমি। মাদক ব্যবসায়ী সুমি বেগম নাসিকের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে সুমি ও তার স্বামী জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এবিসিবি/এমআই

Translate »