Type to search

Lead Story সারাদেশ

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলায় এ দুঘটনা ঘটে।

আহতদের  আশঙ্কাজক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইটাখোলা ফাড়ির ইনচার্জ কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে ৫ জন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে।

মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের একজনের নাম জানা গেছে। তিনি হলেন জুবায়দুল (৩০)।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ জানান, নিহতরা সবাই মাইক্রোবাস যাত্রী।

পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা গেছে।

এবিসিবি/এমআই

Translate »