Type to search

শিক্ষা সারাদেশ

দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

জেলা প্রতিনিধিঃ চলমান এসএসসি পরীক্ষার চার বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। আজ বুধবার সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চলমান এসএসসি পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), কৃষিবিজ্ঞান ( ১৩৪), পদার্থ বিজ্ঞান (১৩৬) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »