Type to search

সারাদেশ

তাসিন হত্যা রহস্য : আট বন্ধু মিলে পানিতে ডুবিয়ে হত্যা

আঠারো মাস পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাসিন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাসিনের কাছ থেকে পাঁচশ টাকা ধার নিয়েছিল নজরুল। এ টাকা ফেরত না দেওয়ায় নজরুলকে গালাগাল করে তাসিন। আর এতে ক্ষিপ্ত হয়ে নজরুলের পরিকল্পনা অনুযায়ী আট বন্ধু মিলে পানিতে ডুবিয়ে হত্যা করে তাসিনকে।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম শুক্রবার বিকালে জানান, এ বছরের গত ২ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার তিনশ ফুট রাস্তার পাশ থেকে তাসিনের লাশ পাওয়া যায়। তাকে কেউ পানিতে ডুবিয়ে হত্যা করেছে বলে ময়নাতদন্তের রিপোর্ট দেখে বোঝা যায়। কিন্তু কে কেন তাকে হত্যা করেছে তা বোঝা যায়নি।

সম্প্রতি ঘটনাটি অনুসন্ধানের দায়িত্ব পেয়ে পিবিআই সন্দেহজনক আসামি নজরুল ইসলামকে গত ৪ নভেম্বর রাতে ঢাকার খিলগাঁও এলাকা থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করে।
এর আগে এ মামলার সন্দেহভাজন আরও চার আসামি ইমরান, আব্বাস, শুক্কুর ও তাহেরকে গ্রেফতার করে পিবিআই। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে মনিরুল ইসলাম জানান। গ্রেফতার সব আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আসামি নজরুল ইসলামের বাবা মৃত আ. মালেক। ভোলা জেলার ভেদুরিয়া থানার বয়াতি বাড়ি এলাকায় তার বাড়ি। অন্যদিকে তাসিনের বাবার নাম মাসুদ মাতব্বর। মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় তার বাড়ি। ঢাকায় সে খিলগাঁওয়ের ১৮নং রোডের ৩০২/এ তিলপাপাড়া হোল্ডিংয়ে ভাড়া থাকত।

Translate »