Type to search

সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশনের অদুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫৬ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে শ্রীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলে ৯টা ৪০ মিনিটে রাজেন্দ্রপুর রেল স্টেশনের পয়েন্টে ট্রেনের ডাক বিভাগের বগিটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ হয়ে যায়। রাজেন্দ্রপুরের দু’দিকে বিভিন্ন স্টেশনে যাত্রী বোঝাই কয়েকটি ট্রেন আটকা পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

তবে কয়টা নাগাদ আবার ট্রেন চালু হতে পারে এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না শ্রীপুর স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ সরকার।

এবিসিবি/এমআই

Translate »