Type to search

সারাদেশ

টাঙ্গাইলে যাত্রীবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের মৃত্যু, আহত ১৫

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যান উল্টে তিন যাত্রীর মৃত্যু হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (১ মার্চ) দুপুরে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুরগামী একটি যাত্রীবাহী পিকআপ উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিন যাত্রী মারা যায়। এসময় আহত হয় কমপক্ষে আরও ১৫ জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে  হস্তান্তর করা হবে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »