Type to search

সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে মা-মে‌য়েসহ নিহত ৪

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কা‌লিহাতীর কামাঙ্খা‌মোড় এলাকায় ট্রেনে কাটা প‌ড়ে মা ও মে‌য়েসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) ভোর সা‌ড়ে ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের পা‌শে উপ‌জেলার সল্লা ইউ‌নিয়‌নের কামাঙ্খা‌মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে। তাৎক্ষণিকভাবে তাদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ প‌রিদর্শক (এসআই) নাজমুল জানান, ভোরে ৪ জন নারী রেললাই‌নের উপর দি‌য়ে হেঁটে যা‌চ্ছিলো। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা প‌ড়ে ওই ৪ জনের মৃত্যু হয়। তাদের মর‌দেহ উদ্ধা‌রে পু‌লিশ কাজ কর‌ছে। বিস্তারিত পরে জানানো হবে।

এবিসিবি/এমআই

Translate »