জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়াদি সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) রাতের কোনো এক সময় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান। তবে এখনও পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়নি বলেও জানিয়েছেন তারা। এরই মধ্যে লাশ ফেরত নিতে পরিবারের লোকজন স্থানীয় বাড়াদি বিজিবি ক্যাম্পে লিখিত জানিয়েছে।
নিহত ২ বাংলাদেশির পরিচয়- দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার হায়দার আলীর ছেলে সাজিদুল হক (২৭) ও একই এলাকার শরিয়তুল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (৩০)।মৃত্যু সাজিদুল ইসলামের ১ ও খাজা মঈনউদ্দিনের তিন সন্তান রয়েছে।
সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন প্রতিবেশীকে তারা বাড়াদি সীমান্তের দিকে আসতে বলেন। মধ্যরাতে কয়েক রাউন্ড গুলির শব্দ কানে আসে প্রতিবেশীদের। রোববার সকালে ওই ২ বাংলাদেশির নিহতের খবর পরিবারের কাছে পৌঁছে দেয় বিজিবি।
পারকৃষ্ণপুর-মদনা ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রহমান জানান, ‘আমার ওয়ার্ডের সাজিদুল ও মঈনউদ্দিন শনিবার রাতে বাড়াদি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে গরু আনতে যায়। সেখানে ভারতের বিজয়পুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে এই ২জন নিহত হন। তাদের লাশ এখনও (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) ভারতে আছে।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে চুয়াডাঙ্গা বিজিবি-৬-এর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আশিক আহম্মেদ জানিয়েছেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক ও অন্যান্য কার্যক্রম চলছে।
এবিসিবি/এমআই