চাঁদপুরের মতলবে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের মতলবে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার বরদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের অটোরিকশাচালক জসীম উদ্দীন মোল্লা (৪৯), চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর (১৪), ৭০ বছর বয়সী এক বৃদ্ধা, চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী (২৮) তার পরিচয় পাওয়া যায়নি।
এদিকে নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তারকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা রয়েছে। আহত আরও ১ যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, অটোরিকশার ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এবিসিবি/এমআই