চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছেন। আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার পুকুরিযা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রাকের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে ২জন নারী ও ১ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বাঁশখালী থানা ওসি শফিউর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা ৩জন নিহত হয়েছেন। ১ জনের অবস্থা গুরুতর। হাসপাতালে তাকে পাঠানো হয়েছে।