Type to search

সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহেল মিয়া (৩০), তাজু মিয়া (২৩) ও সবুজ মিয়া (৩৬)। তারা সবাই রংপুর পীরগঞ্জের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে পীরগঞ্জ উপজেলা একটি অটোরিকশার কয়েকজন যাত্রী নিয়ে পলাশবাড়ীর কালিবাড়ী হাটের দিকে যাচ্ছিল। ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি মোড়ে পৌঁছলে ঢাকা থেকে রংপুরগামী নিউ সাফা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী নিহত হন। আহত ১জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রূপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়নি। নিহতদের লাশ উদ্ধার করে থানায় আসা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »