খুলনায় ঘুষ গ্রহণকালে দুদকের হাতে অডিটর গ্রেপ্তার
জেলা প্রতিনিধিঃ খুলনায় ঘুষের টাকাসহ হিসাব রক্ষণ অফিসের সিনিয়র অডিটর মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলা হিসাব রক্ষণ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা করা হয়।
এ বিষয়ে, দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান বলেন, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) ডা. রণজিৎ কুমার নন্দীর ডিজি ফান্ডের টাকা উত্তোলন করার জন্য হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেন ঘুষ দাবি করেছিলেন।
বিষয়টি ডা. রণজিৎ কুমার নন্দী দুদককে অবগত করেন। উক্ত তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ঘুষের টাকা নেওয়ার সময় অডিটর মো. আলমগীর হোসেনকে হাতেনাতে দুদক গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে তার বিরুদ্ধে।
উপজেলা হিসাব রক্ষণ অফিসার অশোক কুমার মল্লিক বলেন, হঠাৎ করে দুপুরে ৭/৮জন দুদকের সদস্যরা অফিসে এসে আলমগীর হোসেনকে নিয়ে যান। অবসরে যাওয়া রণজিৎ কুমার নন্দীর ডিজি ফান্ডের টাকা উত্তোলন করে দেওয়ার জন্য আলমগীর তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন।