Type to search

সারাদেশ

কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে খুলনাসহ ১৫ জেলায় চলছে ট্যাংকলরি ধর্মঘট

জেলা প্রতিনিধিঃ কমিশন বৃদ্ধি ও ভাড়া বাড়ানোর দাবিতে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ২৪ ঘণ্টার জন্য বন্ধ রেখে ট্যাংকলরি মালিক-শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। ফলে খুলনাসহ ১৫ জেলায় বন্ধ রয়েছে ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন। আজ রবিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম জানান, ভাড়া ও কমিশন বৃদ্ধির দাবিতে ধর্মঘট ডেকেছে মালিক সমিতি। তাদের সাথে একমত হয়ে আমরাও ধর্মঘট পালন করছি। আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। ফলে ১৫ জেলায় তেল পরিবহন বন্ধ রয়েছে। এই ১৫ জেলার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জ্বাদুল করিম কাবুল জানান, কমিশন বৃদ্ধির দাবিতে খুলনা ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বিভাগীয় কমিটি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ সরকার।ডিজেলের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা লিটার। কেরোসিন ১১৪ টাকা লিটার, অকটেন ১৩৫ টাকা লিটার ও পেট্টোল ১৩০ টাকা লিটার হবে।

এবিসিবি/এমআই

Translate »