কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে ২ মিউজিশিয়ানের মৃত্যু
জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় দুই মিউজিশিয়ানের মৃত্যু হয়েছেন। আজ শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তিরা হলেন- প্যাড বাদক পার্থ গুহ এবং প্যাড ও পার্কাসন বাদক হানিফ। জোরাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ ভোরে শোয়ের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মীরসরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা তরুণ গায়িকা বিউটি খানসহ অন্যরা।
কিবোর্ড বাদক আসাদ বলেন, ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। দুর্ঘটনায় আহত সবাইকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকেও মৃত ঘোষণা করেন।
গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, রাহাত, নন্দন, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। বিউটি খানের অবস্থা খুবই গুরুতর।