কক্সবাজারে ইয়াবা কারবারে জড়িয়ে পড়ছেন পুলিশ সদস্যরা
জেলা প্রতিনিধিঃ কক্সবাজারে ইয়াবা কারবারে জড়িয়ে পড়ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই মধ্যে কনস্টেবল থেকে শুরু করে একাধিক পুলিশ কর্মকর্তা ইয়াবাসহ আটক হয়েছেন। এ তালিকায় সর্বশেষ গত শুক্রবার রাতে যুক্ত হলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসআই রেজাউল করিম (৪৭)। কক্সবাজার শহরের কলাতলী এলাকায় গ্রিন লাইনের কাউন্টার থেকে স্ত্রীসহ তাঁকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় তাঁদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রেজাউল সিরাজগঞ্জের সমেশপুরের বাসিন্দা ও টেকনাফের হ্নীলার আলীখালী (২৫ নম্বর ক্যাম্প) রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত।
টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তন্তুমণি চাকমা বলেন, রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিল। স্ত্রীর লাগেজে রেখে ইয়াবা পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার রেজাউল জানান, ঢাকা থেকে ১৭ মে ২ সন্তান নিয়ে টেকনাফে বেড়াতে আসেন তাঁর স্ত্রী। পরে যাওয়ার সময় ইয়াবার চালানটি গোপনে স্ত্রীর লাগেজে রাখেন তিনি। ইয়াবা পাচারের বিষয়টি স্ত্রী-সন্তান জানতেন না। টেকনাফ থেকে এগুলো সংগ্রহ করেছিলেন বলে দাবি করেন রেজাউল। টেকনাফের ১৬ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) হাসান বারী নুর জানান, ‘আলীখালী ক্যাম্পের ইনচার্জ সস্ত্রীক মাদকসহ ধরা পড়েছেন বলে শুনেছি। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
’কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই তন্তুমণি চাকমার মামলায় আদালতের মাধ্যমে রেজাউল ও তাঁর স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।
এবিসিবি/এমআই