আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে শামীম (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাজ্জাদ (১৯) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পৌরশহরের ৬ নং ওয়ার্ড ষোলহাসিয়া পিডব্লিউডি রেলপাড় এলাকায় এ দুঘর্টনা ঘটে।
মৃত্যু শামীম পৌর শহরের ৬ নং ওয়ার্ড শিবগঞ্জ ১ নং গলির হামিদুর রহমানের ছেলে।
শামীমের পিতা হাবিবুর রহমান জানান, বিকালে বন্ধুদের সাথে ষোলহাসিয়া পিডব্লিউডি রেলপাড়ার বৈদ্যুতিক খুঁটির সাথে মই লাগিয়ে মই এর উপরে উঠে পতাকাটি কাঁচা বাঁশের সাথে বেঁধে একটি টিনের চালে টাঙানোর সময় কাঁচা বাঁশটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে লাগলে শামীম ও তার বন্ধু সাজ্জাদ বিদুতায়িত হয়।
তিনি বলেন, শামীম ও সাজ্জাদকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাত ৯ টার দিকে শামীম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সাজ্জাদ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
এবিসিবি/এমআই