Type to search

সারাদেশ

অর্থ সমন্বয়কসহ আরও ৪ জঙ্গি গ্রেপ্তার, যেকোন সময় নাশকতার আশঙ্কা

জেলা প্রতিনিধিঃ ভারী অস্ত্র কেনার জন্য মুনতাছির আহম্মেদ ওরফে বাচ্চু বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের কাছে ১৭ লক্ষ টাকা পঠিয়েছে। নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র অর্থবিষয়ক প্রধান সমন্বয়ক তিনি।
গত ৮ থেকে ৯ মাসে ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ অর্থ পাঠানো হয়। সেই সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য ৩০ লক্ষসহ প্রায় ৫০ লাখ টাকা বিভিন্ন স্থানে পাঠিয়েছেন তিনি।
জামাতুল আনসারের আরও ৪ জঙ্গিকে আটকের পর শুক্রবার এতথ্য জানিয়েছে র‌্যাব।
বাচ্চু ছাড়াও আটক অপর ৩ জন হলো- আবদুল কাদের ওরফে সুজন ওরফে ফয়েজ ওরফে সোহেল, হেলাল আহমেদ জাকারিয়া ও ইসমাইল হোসেন ওরফে হানজালা ওরফে মানসুর।

গত বৃহস্পতিবার রাতে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১১ এর যৌথ দল কুমিল্লার লাকসামে এ অভিযান চালায়। এ সময় ২টি উগ্রবাদী বই, একটি প্রশিক্ষণ সিলেবাস, নয়টি লিফলেট, একটি ডায়েরি ও ৪টি ব্যাগ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আটক ব্যক্তিরা জঙ্গি সংগঠনটির দাওয়াতি, সশস্ত্র প্রশিক্ষণ, হিজরতকৃতদের তত্ত্বাবধানসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে জড়িত ছিল। তারা ২ থেকে ৪ বছর আগে নিকটাত্মীয়, বন্ধু, স্থানীয় পরিচিত ব্যক্তিদের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের মাধ্যমে তাত্ত্বিক, শারীরিকসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ নেয়। তাদের মধ্যে সোহেল, বাচ্চু ও হানজালা সারাদেশে হিজরতকৃত সদস্যদের সার্বিক সমন্বয়ক এবং জাকারিয়া সামরিক শাখার ৩য় সর্বোচ্চ ব্যক্তি বলে জানা যায়।

এবিসিবি/এমআই

Translate »