Type to search

অপরাধ সারাদেশ

অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নিতো ওরা

অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে একটি চক্র সব কিছু লুটে নিত। এমনই একটি চক্রের হোতাসহ নয় জনকে আটক করেছে র‌্যাব-১১।

গত রবিবার ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, কল রেকর্ড, লাইটার পিস্তল, ১২টি ভুয়া ফেসবুক আইডির স্ক্রিনশট, ৩টি সুইচ গিয়ার চাকু এবং একটি মুখোশ উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা হলো—নাদিম, ফাতেমা বেগম, বোরহান, ফয়সাল, রুবেল, আমীর হোসেন ও আরিফ। অপর ২জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি। এরা সবাই ফতুল্লার সস্তাপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব  বলেছে, এই চক্রের সদস্যরা বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে যুবকদের সাথে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলত। কৌশল হিসেবে কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুখোশ পরিহিত অশ্লীল ছবি ও ভিডিও পাঠাত। কখনো বা কল গার্ল সার্ভিসের ছলে নির্জন স্থানে নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র ও খেলনা পিস্তল দেখিয়ে ছিনিয়ে নিত তাদের কাছ থেকে নগদ অর্থসহ মোবাইল ফোনসেট ও বিভিন্ন জিনিসপত্র।

র‌্যাব আরও জানায়, ভুক্তভোগীর কাছে আত্মীয়কে ফোন করে মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করত তারা এবং পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে কৌশলে তাদের স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখত। অভিযুক্তরা স্বীকার করেছে প্রত্যেকে এই ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে তারা কাজ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এবিসিবি/এমআই

Translate »