Type to search

রাজনীতি

সিনহার হত্যাকাণ্ড দেখিয়ে দিল দলীয়করণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: ড. কামাল

সাবেক সেনা কর্মকর্তা সিনহার হত্যাকাণ্ড দেখিয়ে দিল দলীয়করণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের কারণে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে। দেশের জনগণ সার্বিক পরিস্থিতিতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

শনিবার (২২ আগস্ট) দলের নেতাদের সঙ্গে অনলাইন সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, একদিকে করোনাভাইরাসে মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে করোনাকে নিয়ে সরকারের প্রশ্রয়ে দুর্নীতি চলছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না সরকার। বন্যা ও নদী ভাঙনে ফসল নষ্ট হচ্ছে; মানুষের জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেই সরকারের। দেশের সমস্যাগুলো সমাধান ও জনগণের অধিকার রক্ষায় জাতীয় ঐক্যকে জোরদার করার আহ্বান জানান তিনি।

অ্যাডভোকেট মুহসিন রশীদের চেম্বারে দলীয় এমপি মোকাব্বির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, আ ও ম শফিক উল্ল্যা, মোশতাক আহম্মেদ, সেলিম আফার, মো. ইসমাইল, হারুন তালুকদার, শাহ নুরুজ্জামানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Translate »