Type to search

রাজনীতি

সংকট উত্তরণে ফ্রান্সের প্রেসিডেন্টকেই উদ্যোগী হতে হবে : মির্জা ফখরুল

সম্প্রতি ফ্রান্সে সংঘটিত ইসলাম বিদ্বেষী ঘটনা অনভিপ্রেত বলে মন্তব্য করেছে বিএনপি। রোববার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, এই সংকট থেকে বেরিয়ে আসার এবং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধকে স্বীকৃতি দেওয়ার মতো মানবিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকেই উদ্যোগী হতে হবে। কারণ ঘৃণা ও সন্ত্রাস কোনোভাবেই বিশ্ববাসীর কাম্য নয়। এর আগে শনিবার বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভাও অনুষ্ঠিত হয়।

স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্তের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ইসলাম এবং মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রকাশ ও তার পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের অবস্থান গ্রহণকে কেন্দ্র করে বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলমানসহ সকল ধর্ম-বর্ণের কোটি কোটি যুক্তিবাদী ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন রাষ্ট্র যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছে, বিএনপি তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে।

তিনি বলেন, বিএনপি মনে করে মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মনেতার অবমাননা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। রাসুল (সা.) এর কার্টুন প্রকাশকে বিএনপি তাই একটি গর্হিত অপরাধ বলে গণ্য করে এবং তীব্র নিন্দা জানায়। একইভাবে ধর্মীয় সহিষ্ণুতায় বিশ্বাসী বিএনপি মনে করে যে, মহানবী (সা.) এর কার্টুন প্রকাশ ও তা সমর্থন করা যেমন ধর্মবিদ্বেষকে উস্কে দেওয়ার মতো অপরাধ, তেমনি প্রতিবাদের ভাষা হিসেবে মানুষ হত্যাও গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বিএনপি মনে করে যে, ইসলাম ও মহানবী (সা.) এর অনুসারীদের আবেগকে আহত করে বিশ্বব্যাপী যে অনাকাক্সিক্ষত পরিবেশ সৃষ্টি করা হয়েছে, তা গোটা মানবজাতির ঐক্য ও মিলনের জন্য এক অনতিক্রম্য হুমকিতে পরিণত হয়েছে।

এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচন আইন-২০২০ বিষয়ে ইতোপূর্বে নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত কমিটি বিস্তারিত পর্যালোচনা করে আইন সংশোধনের যে প্রতিবেদন পেশ করেন তা কিছু সংশোধনের মাধ্যমে গৃহীত হয়। এ বিষয়ে সোমবার বিকেল ৪টায় দলীয় সুপারিশগুলো জাতির সামনে উপস্থাপন করা হবে।

Translate »