মির্জা ফখরুলের বাসায় ডিম ও ইটপাটকেল নিক্ষেপ, ১৩ নেতাকর্মী বহিষ্কার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলার ঘটনায় সাময়িক বহিষ্কার করা হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৩ নেতাকর্মীকে।
সোমবার (১২ অক্টোবর) বিকালে মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, একই থানার সদস্য আমজাদ হোসেন ও নাজিম উদ্দিন দেওয়ান। দক্ষিণ খান থানার ৫০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ।
উত্তরা পূর্ব থানার বহিষ্কৃত নেতারা হলেন- বিএনপির যুগ্ম-সম্পাদক এম এ হান্নান মিলন, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মতিউর রহমান মতি, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ, দফতর সম্পাদক হাবিবুর রহমান ও উত্তর খান থানা বিএনপির সদস্য নূর মোহাম্মদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হল। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
গত ১০ অক্টোবর বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজধানীর উত্তরার বাসার সামনে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ প্রদর্শন করেন।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার জের ধরে এ ঘটনা ঘটে। এসএম জাহাঙ্গীরের মনোনয়ন বাতিলের দাবিতে এই বিক্ষোভ হয় বলে জানা গেছে।
এক পর্যায়ে কিছু নেতা-কর্মী বিএনপি মহাসচিবের বাসা লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসার কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়।