প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা না, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপস করে বিগত সময় যারা রাজনীতি করেছে তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতার কোনো দাম নেই। প্রথম স্বাধীনতা-দ্বিতীয় স্বাধীনতা তাদের কাছে গুরুত্বপূর্ণ না, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।
বৃহস্পতিবার ‘২০২১ সালে মোদি-বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে’ আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, গতকাল দেখলাম যে, প্রথম স্বাধীনতা-দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক হচ্ছে। আমরা যারা গত ১৬ বছর ধরে নির্যাতনের শিকার ছিলাম আমাদের কাছে অবশ্যই এইটা স্বাধীনতা। ৫ই আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি।
তিনি বলেন, যারা গত ১৫ থেকে ১৬ বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আর যাদের ব্যাংক-ব্যালেন্স অক্ষুণ্ন ছিল। যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এইটা স্বাধীনতা মনে হয় না। কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল।
নাহিদ ইসলাম বলেন, তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।
নাহিদ বলেন, আওয়ামী লীগ দল হিসেবে জুলাই গণহত্যা চালিয়েছে, তাই বিচার আগে নিশ্চিত করতে হবে। পরবর্তীতে তাদের বিচার হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
-মানবজমিন