নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর জন্য সতর্ক করলেন ওবায়দুল কাদের

দেশে কখন কী ঘটে বলা যায় না। এজন্য দলের নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর জন্য সতর্ক করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চিরজীবন ক্ষমতায় থাকব আমরা এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন না, আমরাও ভাবি না। কেউ চিরকাল ক্ষমতায় থাকে না। চোখের পলকে বাংলাদেশে ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ড ঘটে গেছে। হঠাৎ করে ২১ আগস্টও। ক্ষমতায় থেকে যে যেখানেই আছেন ক্ষমতার দাপট দেখাবেন না। যখন ক্ষমতায় থাকবেন না, তখন প্রতিপক্ষরা প্রতিশোধ নেবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, হত্যা হত্যাকান্ডকে ডেকে আনে। জিয়া যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকতেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার করতেন- তাহলে আরেকটি খুনিচক্র জিয়াউর রহমানকে হত্যা করতে পারত না বলে আমি মনে করি। যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে ঠিক সেই বুলেট খালেদা জিয়াকে বিধবা করেছে।
এ সময় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিভিন্ন হত্যাকাণ্ডের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বিচারবহির্ভূত যারা হত্যার কথা বলেন তারা যেন নিজেদের চেহারা আয়নায় দেখে নেন।
সভায় স্বাচিপের বিএসএমএমইউ শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজবীর সভাপতিত্বে আলোচনা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া ও স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডা. ইকবাল আর্সলান এবং সাধারণ সম্পাদক ডা. এমএ আজিজসহ আরও অনেকে বক্তব্য দেন।