Type to search

রাজনীতি

ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ধর্ষণের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশের সব নাগরিকের জন্য নিরাপদ চলাচল এবং নারীর প্রতি সহিংসতা ও নিন্দনীয় অপকর্ম রুখতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী একথা বলেন।

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে জানিয়ে তিনি আরও বলেন, নিঃসন্দেহে নিন্দনীয় অপরাধ ও সামাজিক ব্যাধি হলো ধর্ষণ। এসব চরম ঘৃণিত কাজের সাথে যারা জড়িত, তারা বিকৃত রুচির অপরাধী। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দিচ্ছে সরকার। তবুও এ ধরনের ঘটনা দেশের কোথাও না কোথাও ঘটছে।

ধর্ষণসহ নারী নির্যাতনের বিভিন্ন ঘটনায় ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীদের নাম আসছে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী কাদের বলেন, এটার দায় তো এড়াতে পারি না আমরা। সরকার কি করে দায় এড়াবে, এখন সরকার ক্ষমতায়। এটাকে প্রশ্রয় দিচ্ছে না সরকার।

Translate »