Type to search

Lead Story রাজনীতি

কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখার চেষ্টা চালাচ্ছে সরকার: বিএনপি

গণআন্দোলনে ভীত সরকার দমন-নিপীড়ন চালাচ্ছে এবং তাণ্ডব সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, সরকার কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনভাবে রাজনীতি এবং রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সরকারি দলের নেতারা হরহামেশায়ই বলেন, দেশে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। বিদেশিদের সামনে তাঁরা বলেন, বিরোধী দলের কর্মসূচি পালনে সরকার সর্বাত্মক সহযোগিতা করে থাকে। সরকারের এই বয়ান বানোয়াট ও ভিত্তিহীন। বিরোধী দলের প্রতিটি সভা-সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

প্রিন্স বলেন, গত সোমবার দেশব্যাপী মহানগর ও উপজেলা পর্যায়ে ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সমাবেশ-মিছিলের শান্তিপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে প্রশাসনকে ব্যবহার করে সরকার বিভিন্ন স্থানে নেতাকর্মীর ওপরে দমন-নিপীড়ন চালায়, প্রতিবন্ধকতা সৃষ্টি, নিষেধাজ্ঞা আরোপ করে এবং কর্মসূচি চলাকালে হামলা করে। অধিকাংশ জায়গায় এই কর্মসূচি পালন না করতে প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু, আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »