Type to search

রাজনীতি

করোনা ভুয়া রিপোর্টের কারণে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে: মির্জা ফখরুল

দেশের স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার জন্য মহাপরিচালকের পদত্যাগই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্য ডিজির বিচার এবং সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে বিএনপি’র করোনা পর্যবেক্ষণ সেলের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের ভুয়া টেস্ট রিপোর্টের কারণে বিশ্ব বুকে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। স্বাস্থ্যখাতের দুর্নীতি এবং অব্যবস্থাপনার ব্যর্থতার দায়ভার সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি আরও জানান, সরকারের আশির্বাদপুষ্ট প্রতারক মহলের দুর্নীতির চিত্র উন্মোচিত হচ্ছে। ক্ষমতাসীনদের সিদ্ধান্তের জন্যই দেশে এখন নমুনা পরীক্ষার হার কমে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের তিনি দাবি জানান।

Translate »