আন্দোলনে নিহতদের পরিবারকে মাসিক ভাতা দেওয়ার আহ্বান জামায়াতের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত প্রত্যেক পরিবারকে মাসিক ভাতা ও সম্মানি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার সকালে মুন্সীগঞ্জ শহরের পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে একটি কমিউনিটি সেন্টারে জেলার ইউনিয়ন আমীর ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে। তারা সংস্কারের জন্য সময় চেয়েছে। তবে সময়টা যেন খুব বেশি না হয়ে যায়। প্রশাসনের যত জায়গায় সংস্কার প্রয়োজন দ্রুত সেটি সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলায় নিহত ৮টি পরিবারের সদস্যদের মাঝে নগদ অনুদান তুলে দেওয়া হয় জামায়াতের পক্ষ থেকে।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আ. জ. ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক মো. সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার ও ইসলামী ছাত্র শিবির মুন্সিগঞ্জের সভাপতি মুজাহিদুল ইসলাম।
-সমকাল