অন্ধকারের ভোটে সরকার অসহায় বন্যার্তদের পাশে নেই: রিজভী

দেশের উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল বন্যায় তলিয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের ঘর-বাড়ি, ফসল, গবাদি পশু ডুবে গেছে, তারা অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। কিন্তু করোনার প্রাদুর্ভাবের মতো এসব বন্যার্তদের পাশে সরকারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা লুটপাটে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে ত্রাণ বিতরণের একটি অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিএনপির উদ্যোগে বন্যার্ত ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনাভাইরাসের সময় হাসপাতালগুলো নরকে পরিণত হয়েছে অভিযোগ করে তিনি বলেন, সরকার একদিকে করোনা চিকিৎসার কোনো প্রস্তুতি গ্রহণ করেনি। যার ফলে রোগীরা রাস্তায় রাস্তায় ঘুরে অ্যাম্বুলেন্সে, গাড়িতে, ভ্যানে মারা যাচ্ছে। আইসিইউ, ভেন্টিলেটর, অক্সিজেনের জন্য করোনা শনাক্ত রোগীরা হাহাকার করছে। আবার যেসব হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য সরকার অনুমোদন দিয়েছে তারা এই পরিস্থিতিতে লুটপাটের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। করোনার মিথ্যা, জাল রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর এসব করেছে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থাকা রিজেন্ট-জেকেজির সাহেদ-সাবরিনারা।
রুহুল কবির রিজভী বলেন, আজকে বন্যা, মহামারী করোনায় জনগণের পাশে সরকার দাঁড়াচ্ছে না। কারণ অন্ধকারের ভোটে তারা ক্ষমতায় এসেছে। এজন্য জনগণের কাছে কোন দায় নেই তাদের। তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই।
বিএনপি নেতাকর্মীদেরকে করোনাভাইরাস সঙ্কটকালে যেভাবে ত্রাণসামগ্রী নিয়ে মানুষের কাছে ছুটে গিয়েছিলেন, এখনো যাচ্ছেন একইভাবে বন্যার্ত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান রিজভী।