Type to search

Lead Story রাজনীতি

সস্ত্রীক কোভিড-১৯ আক্রান্ত হলেন বিএনপি নেতা মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মোশাররফ জানান, ‘আমাদের ২ জনেরই জ্বর, কাশি আছে, খাবারে রুচি নেই। কষ্ট হয় কথা বলতে।’

গত সোমবার (২৯ মার্চ) খন্দকার মোশাররফ ও তার স্ত্রীর করোনা ভাইরাস পরীক্ষার পর মঙ্গলবার (৩০ মার্চ) ফলাফল পজিটিভ আসে। এরপর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে স্কয়ার হাসপাতালে তাদের ভর্তি করা হয়।

বিএনপির নেতা খন্দকার মোশাররফ কুমিল্লা-২ আসনের সাবেক সাংসদ। বিএনপির আমলে স্বাস্থ্য ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। এক সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতাও করেছেন।

Translate »