সদ্য উপনির্বাচনের ফল প্রত্যাখান করে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

সদ্য শেষ হওয়া পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে বিএনপি ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে আজ সোমবার (১৯ অক্টোবর) সারাদেশে মহানগর ও জেলায় এবং আগামীকাল মঙ্গলবার থানা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচনে ক্ষমতাসী দল ও সরকারের প্রশাসনের ভোট কারচুপির ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল জানান, কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের মারধর করে বের করে ক্ষমতাসীনরা জাল ভোট দিয়ে ভোট ডাকাতি করেছে, ত্রাস সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন ইভিএম দিয়ে ভুয়া ফলাফল তৈরি করে ক্ষমতাসীন প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছে। নির্বাচনের ফলাফল প্রত্যাখান করছে বিএনপি এবং সেই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন সরকার দলের এজেন্ট হিসেবে কাজ করছে। ৩টি উপনির্বাচনে নির্বাচন কমিশন নিবির্কার দর্শকের ভূমিকা পালন করেছে। ধানের শীষের প্রার্থীদের অভিযোগ গ্রহণ করেনি রিটার্নিং কমকর্তা। ঢাকা থেকেই অভিযোগ দেয়া হয়েছে ১৬২টা। বিনা ভোটের স্বঘোষিত সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নীল নকশা বাস্তবায়নের জন্য ভোট ডাকাতির কৌশলে মানুষকে আবারো প্রতারিত করলো।
কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এ রকম বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, মধ্যবর্তী নির্বাচনের কথা এখনো বলিনি বিএনপি। গত নির্বাচনকে অবৈধ বলছি, ওই নির্বাচনকে বাতিল করার কথা বলছি। আমরা এই নির্বাচন মানি না, এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দেয়া হোক।
খালেদা জিয়ার বিষয়ে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা সাময়িক স্থগিত হলেও মুক্ত নন তিনি। সাজা স্থগিত হলে তো বেগম জিয়ার ওপর তো কোনো বিধি-নিষেধ থাকার কথা না। পার্থক্য হচ্ছে- শুধুমাত্র হাসপাতাল থেকে তার বাসায় নিয়ে আসা হয়েছে তাকে। ওখানে বাসার পরিবেশের মধ্যে আছেন তিনি।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে গত শনিবার (১৭ অক্টোবর) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তুলে ধরা হয়।