Type to search

রাজনীতি

যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

এ কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন এমপি, সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে এসেছে নতুন মুখ, সিসি কমিটির সদস্য ও সাবেক কমিটির বেশ কয়েকজন। কয়েকজন সাংবাদিক কমিটিতে জায়গা পেয়েছেন।

যুবলীগের গত কমিটির বিতর্কিত নেতারা নতুন কমিটিতে বাদ পড়েছেন। পাশাপাশি বয়স ৫৫ বছরের বেশি হওয়ায় ৭০ জনের বেশি বাদ পড়েছেন।

এর আগে ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সেক্রেটারী ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সেক্রেটারী পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল।

সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার ১ বছর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

Translate »