ভারতের গণমাধ্যমের উদ্দেশ্যে যা বললেন গয়েশ্বর
ভারতের গণমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতের গণমাধ্যম জেনেশুনে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা বাংলাদেশ সম্পর্কে নানা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। বাংলাদেশের গণমাধ্যম কেন আমাদের দেশের পক্ষে লিখেন না? তাহলে কী ধরে নেব?
তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নাম করে যা কিছু করছে ভারতীয় গণমাধ্যম, কেন এই নিয়ে বাংলাদেশের গণমাধ্যম চুপ। এ বিষয়ে গণমাধ্যমের সাংবাদিক ও মালিকদের বিশেষ নজর দেওয়ার জন্য আহ্বান জানাই। কারণ এখন তো গণমাধ্যম স্বাধীন।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাহিত্যিক ও সাংবাদিক কালাম ফয়েজী রচিত ‘নেতা ও কবি’ বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে সোমবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি এ আয়োজন করে।
মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিনের সভাপতিত্বে এবং দৈনিক খোলাবাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক জহিরুল ইসলাম কলিমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বইয়ের লেখক কালাম ফয়েজী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ প্রমুখ।
-যুগান্তর