Type to search

রাজনীতি

বাস পোড়ানো সরকারি এজেন্টদের নাশকতা: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা সরকারি এজেন্টরা নাশকতা করেছেন। আমাদের অভিজ্ঞতা; দেখা যায় যে, সরকারের কিছু কিছু অংশ যারা নানাভাবে কাজ করে, কেউ কেউ এ ধরনের ঘটনা ঘটায় স্যাবোটাজ করার জন্য। আমি বলতে চাই, বিএনপি এই রাজনীতি করে না।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ ঘটনায় বিএনপিকে অভিযুক্ত করে মামলা দায়েরের বিষয়ে মির্জা ফখরুল বলেন, গত  যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক, এটা ন্যাক্কারজনক ঘটনা। আমি তীব্র ভাষায় এর প্রতিবাদ ও নিন্দা করছি। আমরা যারা রাজনীতিতে আছি তারা সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক চিন্তাভাবনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি। এগুলো কখন হয় যখন কোনো গণতান্ত্রিক স্পেস থাকে না দেশে। একটা মিছিল করতে পারবেন না, কোথাও গিয়ে সভা করতে পারবেন না- এসব অনেকদিন ধরে হয়ে আসছে। যার ফলে অনেক সময় এই ধরনের যারা দুস্কৃতিকারী এই সুযোগগুলো নিয়ে তারা এসব ঘটায়।

ঢাকা- ১৮ আসনের নির্বাচন নিয়ে ফখরুল বলেন, নির্বাচন এখন প্রহসনে পরিণত হয়েছে।

গতকাল প্রধান নির্বাচন কমিশনার বললেন, এই কমিশন এতো ভালো যে, যুক্তরাষ্ট্র তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমেরিকায় ৪-৫ দিন লাগে ফলাফল গুণতে আর ৪-৫ মিনিটে তারা ফলাফল দিয়ে দিতে পারে। এর চেয়ে হাস্যকর কথা একজন সিইসির কাছ থেকে আসতে পারে এটা কখনো আশা করা যায় না।

তিনি আরো বলেন, আমাদের পলিটিক্যাল এজেন্ডা এখন একটাই। দেশে এখন প্রকৃত জনগণের সরকার, জনগণের সংসদ গঠন করার জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের তৈরি করে সুষ্ঠু নির্বাচন প্রধান লক্ষ্য আমাদের। এটা না হলে কোনো সমস্যারই সমাধান হবে না।
Translate »