Type to search

রাজনীতি

ফোকলা অর্থনীতির কারণে সদস্যপদ দেয়নি ব্রিকস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অর্থ পাচার করে দেশের অর্থনীতি ফোকলা করে ফেলেছে। এ কারণে বাংলাদেশকে সদস্যপদ দেয়নি ব্রিকস। এই সরকার বড়াই করে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল, ব্রিকসের সদস্য হবে। কিন্তু এই জোট বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করেছে। যেভাবে বিশ্বপরিমণ্ডল থেকে প্রত্যাখ্যাত হয়েছে, তা জাতি হিসেবে সবার জন্য লজ্জার।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশে গণতন্ত্র নেই। শুধু এ দেশের জনগণ না, গণতান্ত্রিক বিশ্ব– যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়াসহ সব দেশের মানুষ বলছে, বাংলাদেশে গণতন্ত্র নেই।

অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »