ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আইয়ামে জাহিলিয়্যার বর্বরতাও হার মানিয়েছে: নূর হোসাইন কাসেমী
নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীর ওপর ভয়াবহ পাশবিকতার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।
আল্লামা কাসেমী বেগমগঞ্জের ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, কিশোর বয়সী কয়েকটা তরুণ মায়ের বয়সী এক নারীর সাথে যা করেছে, সেটা আইয়্যামে জাহিলিয়্যাহ যুগের বর্বরতাকেও হার মানিয়েছে।
দেশে বিচার ব্যবস্থা, আইনের শাসন ও প্রশাসনিক শৃঙ্খলায় কত ভয়াবহ অধোগতি ও ধ্বংস নেমেছে, এই ঘটনা তার প্রমাণ। এ ঘটনায় গোটা জাতি মর্মাহত, বেদনাহত ও বিক্ষুব্ধ। এ ঘটনায় দেশের নারী সমাজ ও অভিভাবক মহলে চরম আতংক ও অসহায়ত্ব ছড়িয়ে পড়েছে।
জমিয়ত মহাসচিব আরো বলেন, দেশে নাগরিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা কত ভয়াবহ মাত্রায় ভেঙে পড়েছে এবং সাধারণ জনগণের জীবনমান ও নিরাপত্তা কতটা অসহায় ও জঘন্য রূপ নিয়েছে, সিলেট, বেগমগঞ্জ ও খাগড়াছড়ি’সহ গোটা দেশের নিত্যদিনকার ধর্ষণ ও খুনাখুনির ঘটনা তার প্রমাণ বহন করে।
আল্লামা কাসেমী অবিলম্বে সিলেট, বেগমগঞ্জ, খাগড়াছড়ি’সহ দেশের যে কোন স্থানে সংঘটিত প্রতিটি ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার সঙ্গে জড়িত অপরাধীকে দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।
তিনি বলেন, এ ব্যাপারে সরকার ও প্রশাসন গড়িমসি ও অবহেলা করলে বিক্ষুব্ধ জনগণের গণজোয়ার রাজপথে নেমে আসলে উদ্ভূত পরিস্থিতির সব দায় নিতে হবে সরকারকেই।