Type to search

রাজনীতি

দেশ স্বাধীন হলেও গণতন্ত্রের মুক্তি মেলেনি বললেন মির্জা ফখরুল

দেশ স্বাধীন হলেও গণতন্ত্রের মুক্তি মেলেনি বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এখনও গণতন্ত্রের মুক্তি মেলেনি আমাদের। সেই মুক্তির জন্যই সংগ্রাম করছি আমরা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, বাক স্বাধীনতা নেই আমাদের, মৌলিক স্বাধীনতা ও অধিকারকে হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পাশাপাশি দেশের জনগণকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। তাহলেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে আমরা সক্ষম হব।

Translate »